(ব্যাখ্যা) ‘কুর্নিশ’ শব্দটির উৎস তুর্কি ভাষা। এছাড়া এ ভাষার আরাে কিছু শব্দ— উজবুক, কুলি, দারােগা, মােগল ইত্যাদি। ওলন্দাজ ভাষার শব্দ— ইস্কাপন, টেককা, তুরুপ, রুইতন, হরতন। ফারসি ভাষার শব্দ—আইন, নবাব, কাজী, নামাজ, রােজা ইত্যাদি। সংস্কৃত বা তৎসম শব্দ—চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভুবন, পুষ্প ইত্যাদি।